ACHIA WAJED GIRLS HIGH SCHOOL

আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100415
SCROLLING TEXT

History of the college

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামে জনবহুল এলাকায় আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত।১৯৯৪ খ্রিস্টাব্দে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোকতার হোসাইন এলাকার শিক্ষাবঞ্চিত এবং পিছিয়ে পরা নারী সমাজের কথা চিন্তা করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় ০১/০১/১৯৯৬ ইং তারিখে থেকে নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১/০৪/২০০১ ইং তারিখ বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়।পরবর্তীতে ২০০২ ইং সনে নবম-দশম শ্রেণীর পাঠদানের অনুমতি লাভ করে যাহা ২০০৫ সনে আবার স্থগিত হয়। এরপর হতে অন্য বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করানো হয়।২০১১ ইং সন থেকে আবার নবম-দশম শ্রেণীর পাঠদানে অনুমতি প্রাপ্ত হয় যাহা বর্তমানেও চলমান আছে। বর্তমানে ০৬ জন শিক্ষক-শিক্ষিকা০১ জন তৃতীয় শ্রেণী কর্মচারী এবং ০২ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মরত আছেন।

General Notice


Routine


Office Order


Download Center